হিসাব সোজা

 হিসাব সোজা

খাদিজা বেগম 


বুঝো বা না বুঝো তুমি 

হিসাব সোজা বরাবর,

দুঃখ দিলে দুঃখ পাবে 

দুঃখ আসবে ফের আবার।


যে বৃক্ষটা লাগাবে আজ

কাল পাবে সেই বৃক্ষের ফল,

কাউকে যদি কাঁদাও তুমি 

তোমার চোখেও ঝরবে জল।

তার অভিশাপ পাও বা না পাও

তুমি কাঁদবে হাজার বার।।


কষ্ট দেবার আগে কাউকে 

ভেবে নিও নিগূঢ়ে,

ওই কষ্ট টাই আসবে আবার 

তোমার কাছে ফের ঘুরে।।


কাউকে কিছু দিতে হলে 

দিও তোমার সুখের ভাগ,

বহুগুনে ফেরত এসে 

মুছে দেবে দুঃখের দাগ।

অন্যজনার ঘর ভাঙ্গিলে 

তুমি হবে যাযাবর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান