বেঁচে আছি বলেই
বেঁচে আছি বলেই
খাদিজা বেগম
আমি বেঁচে আছি বলেই
আমার দোষের নাই অনন্ত,
মরার পরে রাখবে না আর
আমার গুনের কোন অন্ত।।
একটা জনের এতটা দোষ
ধরো যদি দিনে রাতে,
কেমন করে বাঁচে সে জন
নির্দয় নিষ্ঠুর লোকের সাথে??
তোমার মুখের বিষ ছোবলে
আমার নিঃশ্বাস এখন ক্লান্ত।।
তোমায় আমায় ভাগ করেছে
তোমার নোংরা কথার দেয়াল,
একটু ভালো বাসতে যদি
রাখতে আমার একটু খেয়াল।
আদর যন্তে রাখতে আমায়
ভাবতে তোমার খুব প্রিয়জন,
হয়তো আমি বেঁচে থাকতাম
তোমার সাথেই আর কিছু ক্ষণ।
অপমান আর অবহেলাই
দিয়েছিলে শেষ পর্যন্ত।।
Comments
Post a Comment