সকলের জন্য
সকলের জন্য
খাদিজা বেগম
রাত সকলের জন্যই আসে
ঘুম সকলের আসে না,
প্রেম সকলের প্রাণে জাগে
সবাই ভালো বাসে না।।
রাত পোহাবে সূর্য উঠবে
ভর সকলের হবে না,
ফুল ফুটিবে বনে বনে
ঘ্রাণ সকলে পাবে না।
কষ্ট নিয়ে সবাই বাঁচে
চোখ সকলে ভাসে না।।
সবার জন্যই খোলা সুপথ
সবাই তাতে চলে না,
সবার জন্য সত্য কথা
সবাই সত্য বলে না।
সবার জন্য লেখা পড়া
সবাই জ্ঞানী হবে না,
একের সম্পদ অন্যে নিবে
কর্মফল কেউ নেবে না।
কাজের আগে ফলের কথা
কেন চিন্তায় আসে না??
Comments
Post a Comment