পাগল
পাগল
খাদিজা বেগম
পাগল বললে বলতে পারো
আমার করার কিছু নাই,
রাত পোহালে ছুটে আসি
তোমার দেখবো বলে তাই।
মাতাল বললে বলতে পারো
প্রেমের নেশায় ধরেছে,
তোমার চুলের ঘ্রানে ঘ্রাণে
আমায় মাতাল করেছে।
তোমার প্রেমে জ্বলে পুড়ে
আমার এই মন হলো ছাই।
মরার আগে মরে গেলাম
তবু আমার কবর নাই,
তোমার খবর রাখতে রাখতে
এখন আমার খবর নাই।
একটি নজর দেখার জন্য
প্রতিদিন রই দাঁড়িয়ে,
মারলে আমায় মেরে ফেলো
দিওনাগো তাড়িয়ে,
যতন করে এই অন্তরে
আমি তোমায় দিলাম ঠাই।।
Comments
Post a Comment