নদী ভাঙ্গা কূল
নদী ভাঙ্গা কূল
খাদিজা বেগম
তুমি/ আমার যত সুন্দর ভাব
আমি তত সুন্দর নয়ত,
ঢেউ এর/ চোটে ভেঙে যাওয়া আমি
নদী ভাঙ্গা কূলের মত।
ভালবেসে আমার পাশে
কখনো তো কেউ দাঁড়ায়নি,
কারো স্বার্থে উর্দ্ধে উঠে
দরদী হাত কেউ বাড়ায়নি।
দুঃখ কষ্টের ঢেউয়ে ঢেউয়ে
ভাঙছি আমি অবিরত।।
এমনি করেই বিলীন হব
হারিয়ে যাব নদীর স্রোতে,
আমার জন্য কাঁদবে না কেউ
খোঁজবে না কেউ আমায় পেতে।
বাস্প হয়ে ভাসব আমি
বৃষ্টি হয়ে ঝরে পরব,
বাতাস হয়ে বইব আমি
তপ্ত হৃদয় সিতল করব।
মলম হয়ে সারিয়ে তুলব
যত রক্ত মাখা ক্ষত।।
Comments
Post a Comment