গান
গান
খাদিজা বেগম
টানেরে মন আমার টানে
জারি, সারি, বাউল গানে,
গান ছাড়া তাই ভাল্লাগে না
মন ভেসে যায় গানের বানে।।
গানের রাজা হাসন রাজা
লালন শাহ আর পাগলা কানাই,
ভাওয়াইয়া আর ভাটিয়ালি
এই গান শুনে ভাই শান্তি পাই।
গান গেয়ে ধান কাটে চাষি
মাঝি মাল্লা বৈঠা টানে।।
রবীন্দ্র আর নজরুলের
গানে গানে কাঁদি, হাসি,
গানে গানে জেগে উঠি
ভালবেসে হই উদাসী।
গানের তালে অঙ্গ দোলে
গানে বলে মনের কথা,
মনের শান্তি বড় শান্তি
কষ্ট পোষা না অযথা।
গানে গানে খুঁজে নিও
বুঝে নিও সৃষ্টির মানে।।
Comments
Post a Comment