পোষা পাখি
পোষা পাখি
খাদিজা বেগম
তুমি আমার খাঁচায় পোষা
কোন পোষা পাখি নয়ত,
আমি তোমায় বেঁধে রাখবো
না হয় চলে যাবে হয়ত।।
শুরু থেকেই তুমি স্বাধীন
যদি মন চায় চলে এসো,
প্রজাপতির মতো উড়ে
ফুলের পাপড়ি জুড়ে বসো।
তোমায় ছাড়া হৃদয় ভরা
এখন শত শত ক্ষত।।
মনে রেখো জেনে রেখো
তুমি ছাড়া কেউ নাই আমার,
তোমার স্মৃতির সাগরের ঢেউ
চোখ ভিজিয়ে যায় বারে বার।।
তুমি আসলে আসবে বৃষ্টি
ভিজবো দুজন একই সাথে,
মরুর বুকে ফুটবে পুষ্প
ঘ্রাণ ছড়াবে দিনে রাতে।
স্বপ্ন দেখি তুমি আমি
এক হয়েছি আগের মত।।
Comments
Post a Comment