শহীদ দিবস
শহীদ দিবস
খাদিজা বেগম
একুশ মানেই শহীদ দিবস
ফেব্রুয়ারি এলেই আসে,
আমার ভাইয়ের রক্ত ভেজা
লাল লাশ চোখে চোখে ভাসে।
মায়ের মুখের ভাষার জন্য
রক্ত দিলো বাংলার ছেলে,
কত জনে জীবন দিল
কত জনে গেলো জেলে।
ভাষা শহীদ ঠাই নিয়েছে
এখন বিশ্ব ইতিহাসে।।
প্রাণের চেয়ে অনেক দামি
আমার মায়ের মুখের ভাষা,
এই ভাষাতে স্বপ্ন দেখি
বুনি রঙিন রঙিন আশা।
মায়ের ভাষায় হাসি, কাঁদি
মুছে ফেলি নয়নের জল,
মায়ের ভাষায় প্রকাশ করি
এই হৃদয়ের কথা সকল।
মায়ের মত মায়ের ভাষার
যত্নে রাখবো সারা মাসে।।
Comments
Post a Comment