দুঃখ নিয়ে বাঁচতে শেখো
দুঃখ নিয়ে বাঁচতে শেখ
খাদিজা বেগম
এক এক জনার কাছে জীবন
এক এক রকম লাগে রে,
এক এক সময় এক এক ইচ্ছা
সবার মাঝে জাগে রে।।
তাই তো দেখি আজকে যারে
ভালোবাসে প্রাণ দিয়ে,
কালকে তারেই মেরে ফেলে
নিজের হাতে প্রাণ নিয়ে।
তাই বলি ভাই ধৈর্য ধরো
ঝগড়া করার আগে রে।।
অধিকারের দাবি তুলে
ভাঙো কেন নিজের ঘর,
কিসের নেশায় মাতাল হয়ে
আপন মানুষ কারো পর।।
তোমার দুঃখের কারণ যদি
ভেবে থাকো ঘরের লোক,
মন দিয়ে ভাই চেয়ে দেখো
সেই লোকেরও ভেজা চোখ।
তোমার জীবনে ছারখার হলো
তোমার রাগে রাগে রে।।
সব ছেড়ে দাও যদিও হও
বাউল সাধক যাযাবর,
তোমার সাথে দুঃখ ছিল
দুঃখ রবে জীবনভর,
দুঃখ নিয়ে বাঁচতে শেখো
এমনি বাঁচা লাগে রে।।
Comments
Post a Comment