আবেগ
আবেগ দিয়ে
খাদিজা বেগম
আবেগ দিয়া চলে না রে
চলে না তার দুনিয়া,
কত পাপি ধ্বংস হলো
তার বানী না শুনিয়া।।
যা কিছু তাই বলোনা ভাই
কথা বলো ভাবিয়া,
নইলে তোমায় টেনে নেবে
জ্বলন্ত ঐ হাবিয়া।
কভু যেন পা ফেলনা
পাপ পুণ্য না জানিয়া।।
বোকার মতো ছুটছো তুমি
কার পিছনে বল না?
তোমার পিছে মরণ ছুটছে
চতুর্দিকে ছলনা।
মুলার জন্য মরছো কেন
গাধার মত খাটিয়া,
মানব জীবন শেষ করো না
পশুর চরণ চাটিয়া।
সত্য, মিথ্যা, হালাল-হারাম
সদা চল মানিয়া।।
Comments
Post a Comment