ভয় পেয়ো না
ভয় পেয়ো না
খাদিজা বেগম
হঠাৎ করে ঝর তুফানে
যদি নিবে আশার বাতি,
ভয় পেয়ো না অন্ধকারে
শেষ হবে এই আঁধার রাতি।
বিশ্বাসী জন হতেও পারে
বিশ্বাস ঘাতক তোমার চোখে,
ইতিহাসে বিশ্বাস ঘাতক
সকল বিশ্বাস যোগ্য লোকে।
অন্ধ বিশ্বাস করবে যাকে
সেই তো হবে আত্মঘাতি।।
যাচাই বাছাই করে নিও
কাউকে বিশ্বাস করার আগে,
বিশ্বাসী লোক হলেও কিন্তু
নিজের নজর রাখা লাগে।
অন্যের দোষে মন ভেঙ্গো না
তোমার আছে সততার জোর,
সেই জোরেতে সামনে আগাও
চেয়ে দেখ আলোকিত ভোর।
কেউ না থাকুক তোমার সাথে
তুমি থেকো তোমার সাথী।
Comments
Post a Comment