নারী হওয়ার দায়
নারী হওয়ার দায়
খাদিজা বেগম
আমি নইত তোমার মত
শিকল বাঁধা আমার পায়,
খাঁচার পাখির মত জীবন
শুধু নারী হওয়ার দায়।।
তুমি চাইলেই উড়তে পার
মেলতে পার দুই ডানা,
যেথায় খুশী ছুটতে পার
তোমার যেতে নাই মানা।
বলতে পার সকল কথা
স্বাধীনভাবে সব জায়গায়।।
আমারও তো কথা আছে
তোমার শোনার সময় নাই।
তোমার ইচ্ছার কাছে আমার
ইচ্ছা গুলো পুড়ে ছাই।।
তোমরা সবাই স্বার্থপর খুব
নিঃস্বার্থ প্রেম বোঝো না!
ত্যাগের মাঝে অসীম শান্তি
তোমরা কেন খোঁজো না?
নিজের কথাই বল শুধু
কেউ শুনো না মন কি চায়??
Comments
Post a Comment