পুতুল খেলা
পুতুল খেলা
খাদিজা বেগম
ভালবাসি বলেই তোমায়
কর এত অবহেলা,
মনের মাঝে রাখি বলেই
মন নিয়ে এই পুতুল খেলা।।
ভালো বাসবো না বাসবো না
এত দুঃখ, কষ্ট দিলে,
এই মন থেকে ছুঁড়ে ফেলব
তুমি আগে যেথায় ছিলে।
থাকবো আমি আমার মত
সব এড়িয়ে খুব একেলা।।
ডাকলে তুমি দাও না সারা
ডাকি ততই মধুর সুরে,
কাছে আসি বলেই আমি
তুমি সরে থাকো দূরে।
আমি ভাবী তোমায় নিয়ে
তোমার ভাবনায় অন্য কেহ,
আমি খুঁজি প্রেমময় মন
তুমি খোঁজা নতুন দেহ!
প্রেম দিয়ে প্রেম পেলাম না তো
ব্যথা পেলাম এই বুক জুড়ে।।
Comments
Post a Comment