সততা
সততা
খাদিজা বেগম
সততা এমনি একটি দৌলত
চোরেও পারেনা চুরি করে নিতে,
সততা এমনি এক সম্পদ
ডাকাতেও পারে না ছিনিয়ে নিতে।
সততা এমনি একটি দৌলত
সারা দুনিয়াতে খুঁজেও পাবে না,
সততা এমন এক সম্পদ
যা কেনার টাকা তোমার হবে না।
সততা এমনি একটি দৌলত
যা মানুষ পুষে তার অন্তরে,
সেই সততা শেষ হয়ে যায়
মানুষ যখন লালসাতে পড়ে।
মনেপ্রাণে তুমি লড়াই করো মন
সকল নোংরামি যৌনতার সাথে,
সাবধান হও, ও মানুষ তুমি
খুব সাবধানে থাকো এ ধরাতে।
সত্যের আলো না রাখিলে মনে
তুমি বুঝবে না ভালো ও মন্দ,
তুমি পাপে পাপে হবে পাপিষ্ট
ফুরাবেনা কভু তোমার দ্বন্দ্ব ।
জীবনের চেয়ে বড় সম্পদ
যদি কিছু থাকে তা হলো সততা,
তোমার জীবন দিয়ে হলেও ভাই
রক্ষা করা চাই নীতি নৈতিকতা।।
Comments
Post a Comment