ইটের ভাটা
ইটের ভাটা
খাদিজা বেগম
ইটের ভাটার যাচ্ছে পুড়ে
সবুজ সবুজ ফসলের মাঠ,
ইটের ভাটার খাচ্ছে গিলে
সোনালী ধান সোনালী পাট।।
ইটের ভাটায় অসুস্থ হয়
সুস্থ সবল মানব দেহ,
ইটের ভাটার মালিক যারা
তারা মানুষ নয় তো কেহ।
মানুষ হইলে খুলে দিত
মনুষ্যত্বের মহা কপাট।।
মানুষ রূপে দানা ওরা
সবুজ বৃক্ষ করে লোপাট,
বায়ু দূষণ করে করে
ওরা হচ্ছে দূষণ সম্রাট।।
৫০ বছর আগে থেকে
চিনে ইটের ভাটা বন্ধ,
আর কতকাল জ্বলবে ভাটা
সোনার এ দেশ করবে মন্দ।
বন্ধ করো বন্ধ করো
ইটের ভাটার হিংস্র চোটপাট।।
Comments
Post a Comment