দেখা হলে
দেখা হলে
খাদিজা বেগম
সেলফি দেব সেলফি নেব
তোমার সাথে দেখা হলে,
দুই জনাতে ভেসে যাবো
তখন সুখের অশ্রু জলে।।
জ্ঞান হারাব মাতাল হব
সুখের শরাব পান করিয়া,
মন হারাব অনেক দূরে
দুইজনার দুই হাত ধরিয়া।
আজ নয় কাল নয় কোন একদিন
তোমার সাবনে আসবো চলে।।
আমায় দেখার এই আকাঙ্ক্ষা
কেন তীব্র হতে দাও না?
তোমার আমার ভালবাসা
গভীর হোক তা কি গো চাও না?
চাওয়ার আগে পেয়ে গেল
তাহার মূল কেউ রাখে না,
তাই তো এখন ঘরের মানুষ
আদর করে কেউ ডাকে না।
পরের মানুষ অনেক ভালো
সব মানুষে তাহাই বলে।।
Comments
Post a Comment