একুশ
একুশ
খাদিজা বেগম
আজ একুশের এই গৌরবে
বাঙালিরা গর্বিত সব,
বিশ্ব জুড়ে সবার মাঝে
মাতৃভাষা চর্চার উৎসব।।
মায়ের ভাষা সেরা ভাষা
এই ভাষাতে ছুটে চলি,
মায়ের ভাষা মধুর ভাষা
এই ভাসাতে কথা বলি।
এই ভাষাতে পুষ্প ফোটে
বিশ্বজুড়ে ছাড়ায় সৌরভ।।
আজ একুশে শহীদ দিবস
শ্রদ্ধার সাথে করি স্মরণ,
সারা জীবন করব আমরা
এই শহীদের অনুসরণ।
মাতৃভাষা, মাতৃভূমি
ভালবাসবো জীবন দিয়ে,
শত্রুর থেকে রক্ষা করবো
উজ্জ্বল করবো যত্ন নিয়ে।।
মাতৃভাষায় আলো ছড়ায়
কন্ঠে কন্ঠে হয় কলরব।।
Comments
Post a Comment