প্রেমে পড়ব

 প্রেমে পারব

খাদিজা বেগম 


তুমি চাইলেই ভালবাসবো

আমি তোমার প্রেমে পাড়ব,

না দেখে ও না ছুঁয়ে ও 

প্রেম কাহিনী আমি গড়ব।।


প্রেম জগতে ঘর বানাব

তুমি আমি রইবো একা,

থাকবে না কেউ তার ভিতরে

কেউ দেবো না কাউকে ধোঁকা।

তুমি বাতাস হয়ে এলে

 আমি পাতা হয়ে নড়ব।।


করবে যত মান অভিমান

 একে একে সব ভাঙ্গাব,

বারে বারে হেরে গিয়ে

আমি তোমার ঠোট রাঙাবো।


কায়ায় কায়ায় হবে না তো

তোমার আমার মধুর মিলন, 

তবো মায়ায় টানে রবো

তুমি আমি জনম জনম।

তুমি হলে মরুভূমি 

আমি বৃষ্টি হয়ে ঝড়ব।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান