এই নবান্নে

 এই নবান্নে

খাদিজা বেগম 


এই নবান্নে কৃষক খুশী

নতুন ধানের ঘ্রাণে ঘ্রাণে,

সেই খুশী টা যায় ছড়িয়ে

বাতাস হয়ে প্রাণে প্রাণে।।


হাতে হাতে ধান কাটারি 

মুখে মুখে গান ধরেছে,

ধুম পরেছে ধুম পরেছে

ধান কাটাতে ধুম পরেছে।

নতুন চালের পিঠার ঘ্রাণে

কৃষকের মন ঘরে টানে।।


সেই ধান বেঁচে কৃষক আনে

বৌ এর জন্য রঙিন শাড়ি,

খুশিতে বৌ শাড়ি পরে

ঘুরে বেড়ায় সারা বাড়ি।


বৌ এর খুশি দেখে কৃষক

খুশিতে হয় আত্মহারা,

দুজন মিলে খুশীর দেশে

যায় হারিয়ে যেন তারা।

কেউ ধান উড়ায় হাওয়ায় হাওয়ায়

কেউ ঢেঁকিতে সেই ধান ভানে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান