Posts

Showing posts from September, 2024

যুদ্ধ দেখি নাই

 যুদ্ধ দেখি নাই খাদিজা বেগম  একাত্তরের সেই দিন আমরা  অগ্নি যুদ্ধ দেখি নাই, আজ দেখেছি পণ্যের দামে   গরিব দুঃখী পুড়ে ছাই।। ট্যাংয়ের মুখে পরি নাই তো  করি নাই তার ভয় চিৎকার, সিন্ডিকেটের মুখে পরে আজ করেছি হাহাকার। বন্দী আমরা ওদের হাতে  আজো আমরা মুক্তি চাই।। দেখি নাই সেই পাক হায়েনা  আজ দেখেছি চাঁদাবাজ, ওদের হাতে জিম্মি যেন   আমাদের এই সমাজ।। বায়ান্নোর সেই আন্দোলনটা আমরা দেখি নাই দুই চোখে, অধিকারের আন্দোলনে কেউ মরবো না মাথা ঠোকে। ন্যায় অধিকার আদায় করতে  চলো আমরা যুদ্ধে যাই।।

জন্মভূমি মা

 জন্মভূমি মা খাদিজা বেগম  জন্মভূমি মা আমার মা  তোমার কোলে দুঃখ ভোলে, প্রাণ জুড়িয়ে আসে আমার  তোমার মিষ্টি মধুর বোলে ।। তোমায় নিয়ে হাজার স্বপ্ন  আমার বুকের মাঝে জমা, সবার চেয়ে প্রিয় তুমি তুমি আমার প্রিয়তমা। খুব সকালে পাখির গানে আমার আঁখির পাতা খোলে।। ভাটির গানে দার টেনে যায় মাঝি নৌকার বাদাম তুলে, মাঝ নদীতে ইলিশ ধরে  মাছ ভরা নাও আসে কূলে।। যেথায় গিয়ে পড়ে দুচোখ  সেথায় দেখি অমূল্য ধন, যা দেখেছি তাতেই যেন  আমার সার্থক দুটি নয়ন। শাপলা শালুক ঝিলের জলে  ঢেউ খেলে যায় দোলে দোলে।।

ওতো পেতেছে

 ওত পেতেছে খাদিজা বেগম  চারিদিকে ওত পেতেছে  আত্মঘাতী প্রলোভন, সতর্ক হও তৈরি থেকো  লড়াই করা প্রয়োজন, চারিপাশে ঘিরে আছে  শত শত প্রলোভন, ফাঁদে ফেলার জন্য তোমায়  নিত্য নতুন আয়োজন। মাদক সেবন জীবন নাশের  জ্বলন্ত এক উদাহরণ।। আরো আছে জুয়া খেলা  সুদ, ঘুষ, যৌন হয়রানি, নিয়ন্ত্রণে রাখো মনটা  বিবেক জাগাও এখনি। নিজে নিজেই হও নিজের  রক্ষাকারী দারোয়ান।। তুমি এখন অনেক বড়  অভিভাবক হও তোমার,  পাপ করিলে বইতে হবে  সারা জীবন হাহাকার। কর্মফল টা কেউ নেবে না  এটাই নিজের উপার্জন।। নিজের বিকাশ করতে হলে  দাঁড়াও রিপুর বিরুদ্ধে,  মূল্যবোধে দ্দীপ্ত হয়ে সতর্ক হও সব যুদ্ধে।। প্রতিকূল ক্ষণ থাকে না তো  কারো জন্য আজীবন।।

মুক্তি সেনা

 মুক্তি সেনা খাদিজা বেগম  মুক্তি সেনা মুক্তি সেনা ডাক এসেছে যুদ্ধে যাবার, বাংলা মাকে মুক্ত করো  দুর্নীতির হাত থেকে এবার। হায়েনা এখন দেশের ভিতর দেশ দরদী বেশ ধরেছে, তলে তলে দেশের সম্পদ দল বেঁধে আজ লুট করেছে। সত্য নিয়ে জেগে ওঠো  সময় নেই আর বসে থাকার ।। শিক্ষা মোদের মেরুদন্ড  তাও দিয়েছে ভেঙে চুরে, দুর্নীতির ঐ কালো ছায়ায় অন্ধকার আজ দেশটা জুড়ে। ওঠ জেগে ওঠ সূর্য হয়ে  তাড়িয়ে দেয় সব অন্ধকার।। তোরা জাগলেই ধ্বংস হবে  ওদের সকল ষড়যন্ত্র, আসবে ফিরে দেশের মাঝে সত্যি কারের গণতন্ত্র। জাগো জাগো মুক্তি সেনা এখন সময় যুদ্ধ করার।।

দূর্নীতি

 দূর্নীতি খাদিজা বেগম  ডানে বামে দূর্নীতি আজ সামনে পিছেও আজ দূর্নীতি, দুর্নীতির ঐ জোয়ার উঠে  ডুবে যাচ্ছে সব সুনিতী।। স্কুল, কলেজ, মন্দির, মসজিদ মাটে, ঘাটে, বাজারে আজ, কানায় কানায় ভরে আছে  উপচে পড়া দুর্নীতিবাজ। এই দুর্নীতির কারণে আজ  ধ্বংস হলো অর্থনীতি।। শিক্ষা জাতির মেরুদন্ড দুর্নীতিতে ভেঙ্গেছে তা, যতই নিচ্ছে শিক্ষা সনদ ততই বাড়ছে যে মূর্খতা। দুর্নীতি টা আজকে যেন  নীতি হলো এই সমাজে, সবখানেতে সভাপতি  চুরি করে সাধুর সাজে। দুর্নীতিতে দুর্নীতিতে  ধ্বংস হলো কত জাতী ??

দেশ প্রেমের চাষ

 দেশ প্রেমের চাষ  খাদিজা বেগম  দেশ বাঁচাতে আমরা করব  মন মাঝারে দেশ প্রেমের চাষ, দেশ প্রেমিক মন পুষে রাখতে  মাটি দেব লালসার লাশ।। দেশের সন্তান আমরা সবাই  দেশের তরে থাকবো জেগে,  বিশ্বজুড়ে জ্বলবে এ দেশ  নৈতিকতার ছোঁয়া লেগে। গাছ বাঁচাতে আমরা কাটব  আশেপাশের আগাছা ঘাস।। দুই নয়নের কানায় কানায়  দেশের জন্য স্বপ্ন রাখবো,  আপসহীন এক যোদ্ধা হয়ে  দেশের জন্য অটুট থাকবো।। নৈতিকতা দেশের হৃদয়  আমরা রাখবো তারে ধরে,  দেশ প্রেমিকা জন্ম নেবে  তবেই প্রতি ঘরে ঘরে। দেশ আমাদের মহারানী  আমরা সবাই এ দেশের দাস।।

দেশের শত্রু

 দেশের শত্রু  খাদিজা বেগম  দেশের শত্রু আজও আছে  বন্ধু সেজে বীর সেনাদের দেশে, দেশমাতা আজ ভালো নাই তো  ওদের দেয়া যন্ত্রণায় আর ক্লেশ। জাগতে হবে দেশ প্রেমিকদের  দেশের তরে প্রতি ঘরে ঘরে, দেশ বাঁচাতে মারতে হবে  দেশের শত্রু গুলো ধরে ধরে। দেশের শত্রু ঘুষ বাণিজ্য যাতে দেশের মেধা যাচ্ছে ফেঁসে।। দেশের জন্য যুদ্ধ করব বলনা তোরা কে কে আছো রাজি?? ধান্দাবাজির চান্দাবাজির  হাতগুলো সব ভেঙে দেব আজি। কালো হাতের কালো ছোবল  দেশ জননীর হাসি নিল কেড়ে, দেশের শত্রু সবার শত্রু  আর দেবনা ঐ শত্রুদের ছেড়ে। শত্রুর ধ্বংস করার পরেই দেশ জননী আবার উঠবে হেসে।।

এই মাটিতে

 এই মাটিতে  খাদিজা বেগম  এই মাটিতে শুয়ে আছে  লাখো লাখো মুক্তিযোদ্ধা শহীদ, আরো আছে বিদ্রোহী বীর  তোমরা ফিরে দেখতে পারো অতীত।। পূর্বপুরুষ রক্ত হয়ে  আজো বৈছে এই শরীরের মাঝে, তাই আমাদের দুঃসাহসী  কন্ঠে কন্ঠে বজ্রধ্বনি বাজে। ন্যায় বাঁচাতে লড়াই করব এ আমাদের শ্বাস নিঃশ্বাসের তাগিদ।। বীরপুরুষ গণ পূর্বপুরুষ  আমরা নইতো কোন ভীত জাতি, নীতি রক্ষা করি আমরা  দুর্নীতির ঐ মুখে দিয়ে লাথি।। দেশ বিদেশে গর্ব করি এই দেশেতে জন্ম নেবার জন্য, ভালবেসে যুদ্ধ করি আমরা সবাই দেশ প্রেমিক সৈন্য। দেশের জন্য জীবন দিতে  প্রস্তুত আমরা লাখো লাখো ছাঈদ।।

ঘুমে কেন বিভোর

 ঘুমে কেন বিভোর খাদিজা বেগম  ঘুমে কেন বিভোর তোমরা? জেগে ওঠো দেশ প্রেমিক, দূর্নীতির ঐ আগুন লেগে পুড়ে যাচ্ছে চারিদিক।। বেঁচে থাকেও মরছো কেন  করতে হবে প্রতিবাদ, বুদ্ধি দিয়ে ভেঙে ফেল দুর্নীতির ওই নোংরা হাত। সঠিক দিকে চলো সবাই  আর যেওনা ভুলের দিক।। মুখ থাকিতে বোবা কেন  বল মিথ্যার বিরুদ্ধে, ঢাল তলোয়ার হয় পরাজয়  জ্ঞানীদের জ্ঞান যুদ্ধে। অন্ধকারের দিক রেখে যাই চলো সবাই আলোর দিক।। আলোর পথে দুর্নীতি নাই সেথায় শুধু শততা, দুর্নীতির ঐ দুর্গ ভেঙ্গে  এসো গড়ি একতা। সবাই রবো দেশের তরে  হবো আমরা মানবিক।।

আমার দেশের ছেলে

 আমরা দেশের ছেলে খাদিজা বেগম  দেশ আমাদের মা জননী  আমরা দেশের ছেলে, দেশের তরে থাকবো সজাগ স্বপ্ন ডানা মেলে।। খুব সকালে পাখির আগে  আমরা উঠবো জেগে, দেশ গড়িতে ছুটবো আমরা  সূর্যের আলোর বেগে। দেশের জন্য কাজ করিব বুকের স্বপ্ন ঢেলে।। দেশের সন্তান আমরা সবাই সাহেব, শ্রমিক, জেলে,  আমরা নেব দেশ এগিয়ে লোভ লালসা ফেলে।।। নৈতিকতা দেশের হৃদয়  রাখবো বুকে ধরে, অনৈতিক কাজ করব না কেউ শপথ দেশের তরে। ধংস ডেকে আনবো না আর  দেশটা অবহেলে।।

শুনতে পাচ্ছ কি না

 শুনতে পাচ্ছ কি না  খাদিজা বেগম  তোমরা শুনতে পাচ্ছ কি না ? শুনছে কি না তোমাদের কান, আমি তো খুব শুনতে পাচ্ছি  দিক দিকে বিজয়ের গান।। তোমরা দেখতে পাচ্ছ কি না?  শত্রুর ঘাঁটি ভেঙে খানখান  আমি তো খুব দেখতে পাচ্ছি  উড়িতেছে বিজয় নিশান। এই বিজয়টা আনতে গিয়ে  ঝরে গেছে কত যে প্রাণ।। ঈদের চেয়েও আরো বেশি   লাগছে আমার খুশি খুশি,  গণহত্যার বিচার হবে পার পাবে না কোন দোষী।। ভয়-ভীতিহীন বলবো আমরা  স্বাধীন ভাবে মনের কথা,  উড়ে গেছে হৃদয়ের ক্ষোভ  দূর হয়েছে মনের ব্যথা।  শহীদ ভাইদের স্মরণ রেখেই  এই দেশের মান রাখবো অম্লান।।

জন্মভূমি

 জন্মভূমি  খাদিজা বেগম  জন্মভূমি মা গো তুমি  আমার সোনার বাংলা দেশটা, এইখানে নাই দুঃখ, কষ্ট, কোন শান্তি সুখের শেষটা।। মনি, মুক্তা, হীরা, পান্না  তারো চেয়ে বড় খনি, ধনে মানে রূপে ভরা  আমার প্রিয় দেশ জননী। দেশ বাঁচাতে ধ্বংস করব দেশ বিরোধী অপচেষ্টা।। যেতে চাই না অন্য দেশে  হতে চাই না আমেরিকান, বাংলা আমার আমি বাংলার  এটাই আমার বড় সম্মান।। দেশের জন্য শেষটা দেবো  প্রয়োজনে দেবো এই প্রাণ, সকল কিছু দিয়ে হলেও  রক্ষা করবো এই দেশের মান।  সাত জনমেও শেষ হবেনা  দেশটা ভালো বাসার তেষ্টা।।

শেষ ঠিকানা

 শেষ ঠিকানা  খাদিজা বেগম  শত দেশে যতই ঘুরি  বাংলা আমার শেষ ঠিকানা, শত দেশে যতই ঘুমাই বাংলা আমার শেষ বিছানা।। বাংলার কোলে এসেছিলাম  কান্না নিয়ে পৃথিবীতে,  হাসতে হাসতে মিশে যাব  বাংলা মায়ের এই মাটিতে। বাংলার বোলে বাংলার কোলে  আমার সুখের শেষ আস্তানা।। দেশ, মাটি, মা এইতো আমার  বেঁচে থাকার মূল অবদান, দিতে হলে দেব আমি  দেশ মাতাকে প্রাণ বলি দান।। নৈতিকতা সঙ্গী করে  এগিয়ে নেব এই বাংলাদেশ,  বাংলাদেশে জন্ম আমার  আহা ভাবতে লাগে বেশ বেশ। দেশের তরে স্বপ্ন দেখি  মেলে রাখি স্বপ্ন ডানা।।

ঘুরে দাড়া

 ঘুরে দাঁড়া  খাদিজা বেগম  ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া  আবার তোরা ঘুরে দাঁড়া, বিপ্লব এসে গেছে দরজায়  খট খট করে নাড়ছে কড়া।। রাত্রি পেরাই শেষের দিকে  উঁকি দিচ্ছে নতুন আলো, প্রতিবাদের কন্ঠে কন্ঠে  আগুন জ্বালো আগুন জ্বালো। কানায় কানায় ভরছে জোয়ার  বইছে গণ স্রোতধারা।। এই স্রোতেই ভেসে যাবে  মিথ্যাচারী অত্যাচারী, প্রতিবাদের দাবানলে পুড়ে যাবে স্বৈরাচারী।। হাল ধর রে ভাই পাল তুলে দে চলুক রক্ত জলেই তরী, রণতরী বাইতে হবে  যাইতে হবে এদেশ গড়ি। ভয়ভীতি সব মাটি দিয়ে  জাগিয়ে তোল তোদের শিরদাঁড়া।।

বুকের মানিক

 বুকের মানিক  খাদিজা বেগম  বুকের মানিক মারছে ওরা  নির্বিচারে গুলি করে,  না না আমরা থাকবো না আর  থাকবো না আর কেহ ঘরে।। রক্তে রক্তে লাল হয়েছে  বাংলা মায়ের সবুজ আঁচল, মনের মাঝে রক্ত ক্ষরণ  দুই নয়নে বেদনার ঢল। প্রতিবাদের দারুণ ক্ষুধা  আজ জেগেছে এই অন্তরে।। ওরে তোরা কে কে যাবি ন্যায়ের কন্ঠ জাগিয়ে তোল, শূন্য হতে দেব না আর বীর বাঙালি মায়েদের কোল।। মরার জন্য এক হয়েছি  মারবি কারে মারনা তোরা, লড়াই করে বাঁচতে জানি  আমরা সকল বাঙালিরা। বেঁচে থাকতে মরবো না কেউ  অত্যাচারীর ডরে ডরে।।

ভয় পেয়ো না

 ভয় পাবো না  খাদিজা বেগম  আমরা কেহ ভয় পাবো না  দেখে রক্ত মাখা লাশ, রক্ত দিয়েই হয় লেখা হয়  নতুন করে ইতিহাস।। আমরা জাগলেই সকাল হবে  দূর হবে সব অন্ধকার, বাঘের মত হুংকার দিলেই খুলে যাবে বন্ধ দ্বার। আমরা যোদ্ধা আমরা স্বাধীন  আমরা নয়তো কারো দাস।। নির্বিচারে গুলি করে  সত্য মারা যাবে না, সত্য সদা অমর থাকে  মৃত্যু নিয়ে ভাবে না।। রক্তের আগুন নিবাভ না  মিথ্যাকে না পুড়িয়ে,  হৃদয়ের ঝড় দামাবো না  অন্যায়কে না উড়িয়ে।  বুদ্ধি দিয়ে যুদ্ধ করে  করবো শত্রুদের বিনাশ।।

দেশ আমাদের

 দেশ আমাদের  খাদিজা বেগম  দেশ আমাদের মাথার মুকুট  আমরা মাথায় রাখবো তাকে, দেশের জন্য রক্ত দেবো  জীবন দেবো দেশের ডাকে।। দেশ কিনেছি রক্ত দিয়ে লক্ষ লক্ষ প্রাণের দামে, দেশের ক্ষতি করবে যারা তাদের রাখবো জাহান্নামে।  আমরা দুর্জয় আমরা দুর্বার  ভয় করি না কারো হাঁকে।। মরতে আমরা শিখে গেছি  ভয় দেখিয়ে লাভ হবে না,  জেগে ওঠা এই আমাদের  ঘুমপাড়ানো আর যাবে না।। দেশ আমাদের মা জননী  আমরা সবাই দেশের সন্তান,  এই জীবনের চেয়েও দামি  আমাদের এই দেশের সম্মান। সজাগ চোখে শত্রু রুখে  রক্ষা করবো এই দেশটাকে।।

বীর সাঈদ

 ২/ বীর সাঈদ  খাদিজা বেগম  বীর সাঈদের বুকে যখন  একে একে গুলি লাগে, বাঘের মতো গর্জে ওঠে  জাতি সূর্যের মতো জাগে।। জীবন বাজি ধরল সবাই  নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ,  স্বৈরাচারের বিরুদ্ধে হলো  রক্তক্ষয়ী মহা যুদ্ধ। জনস্রোত এর চাপে পড়ে স্বৈরাচারী তখন ভাগে।। দেশের জন্য কেউ দিয়েছে  নিজের হাত-পা চোখের আলো, মা দিয়েছে হৃদয় ছিড়ে  তার পরেতেই বিজয় এলো। এই বিজয়কে রাখতে ধরে  ন্যায়ের সাথে আমরা থাকবো, ব্যক্তি কিংবা দলের চেয়ে  দেশটা বড় মাথায় রাখবো। দেশের সম্মান দেশের সম্পদ  রক্ষা করবো সবার আগে।।

কাজের বুয়া

 কাজের বুয়া  খাদিজা বেগম  আমার বাড়ীর কাজের বুয়া  পালাই গেছে প্রতিবেশীর /বাড়িতে, যাবার আগে নিয়ে গেছে  যা ছিল ধন দৌলত আমার /হাঁড়িতে।। খুন করেছে গুম করেছে  যেতে যেতে সে করেছে /ডাকাতি, তার দলীয় লোকের হাতে  ছিল অনেক আর্মি অস্ত্র /চাপাতি। গণহত্যার লাশ লুকাতে  আগুন দিয়ে গেছে লাশের /গাড়িতে।। সাজানো এক বাগান ছিল  সেথায় ছিল অনেক রঙের /ফুল পাখি,  বুয়া তাদের হাত কেটেছে  পা কেটেছে অন্ধকরছে /দুই আঁখি।। এই বুয়া কে ঠাই দিয়েছে  যে বা যারা ভালোবেসে /তার ঘরে,  সেই মানুষে কোন হিসাবে  আমার বাড়ীর বন্ধু হবে /কি করে? তাইতো আমি বুয়ার নামে  মামলা করেছি থানায় থানায় /ফাঁড়িতে।। সত্য যদি চাও গো তোমরা  আমার সাথে রাখতে ভাল / বন্ধুত্ব, ওই বুয়াকে ধরিয়ে দাও  আশা করি কেটে যাবে /দূরত্ব। ন্যায় বিচারকে রক্ষা করতে  বন্ধু এসো মানবতার /সারিতে।।

অনেক কথা

 অনেক কথা  খাদিজা বেগম  বলে যাচ্ছি অনেক কথা  শোনার মতো কোথায়ও নাই মানুষ, সবাই আছে স্বার্থে ডুবে  অর্থ নেশায় হয়েগেছে বেহু।। ছাওয়াল করে যাচ্ছি শুধু  জবাব দেওয়ার মত নাই তো কেহ, যেন ওরা সেই মাকাল ফল  উপর দিয়ে রঙিন রূপ দেহ। মানুষ নিয়ে খেলছে খেলা  মানুষের প্রাণ নিয়ে করছে জৌলুশ।।  নির্বিচারে মারে যারা  এই সমাজের আবোর্জনা তারা, সমাজ থেকে বাইরে ফেল নইলে কিন্তু মানুষ যাবে মারা। ন্যায় বাঁচালে বাঁচবে মানুষ  দেশটা হবে গৌরব উজ্জ্বল রাষ্ট্র,  নিরাপদে থাকবে মানুষ  আর থাকবে না কারো মনে কষ্ট।। অর্থ লোভে লোভী হয়ে  সুন্দর হৃদয় কেউ কারো না কুলুষ।।

অন্ধবিশ্বাস

 অন্ধবিশ্বাস  খাদিজা বেগম  কেটে নেয়া যায় অন্যের পা কিন্তু সে পা দিয়ে হাঁটা যাবে না, ভেঙ্গে নেয়া যায় অন্যের হাত  সে হাত দিয়ে কর্মকরা যাবে না।। অন্যজনা সংসার ভেঙ্গে  নিতে পারো সব টুকু সুখ আনন্দ, তাতে তোমার সুখ হবে না  মনে লেগে রবে দন্ড আর দন্দ। ভাল থাক ভালো কাজে  মন্দ কাজে ভাল থাকা যাবে না।। শান্ত হয়ে ভেবে দেখো  অমানুষে অন্যের ভাল ভাবে না, মানুষ হয়ে থাকো যদি  অন্যের ক্ষতি কভু করা যাবে না।। হাসি কান্নার নামি জীবন  লাভ ক্ষতিতে মানব জীবন একাকার, যাদের তুমি বন্ধু ভাবো  তাদের মাঝেই শত্রু আছে হুঁশিয়ার।। পৃথিবীতে অন্ধবিশ্বাস  নিজেকেও নিজে করা যাবে না।।

তুমি মানুষ

 তুমি মানুষ  খাদিজা বেগম  উপর দিকে ফেললে থুথু   নিজের গায়ে এসেই লাগে, আপনাকে শাসন করো  পরকে শাসন করার আগে।। পরের ভুলটা ধরার আগে  ও মন নিজের ভুলটা ধরো, নৈতিকতার সাথে তুমি  তোমার মনব জীবন গড়ো। তোমার হৃদয় সাদা হৃদয়  আর ভর না কালা দাগে।। ফুলের মত ঘ্রাণ ছড়ালে   তুমি থাকবে তাতে ভালো, কাজেকর্মে মাল ছড়ালে  তোমার জীবন হবে কালো‌।। মুখ থেকে যা বলবে তুমি  তাহা তোমার কানেই শুনবে,  আজ যা করো ভেবে করো  এই কর্ম ফল তুমিই গুণবে। তুমি মানুষ যদি তোমার  অন্যের দুঃখে মায়া জাগে।।

মায়ের দোয়া

 মায়ের দোয়া  খাদিজা বেগম  আকাশের মেঘ হবো আমি  ছায়া দিতে মায়ের গায়ে,  জুতা হয়ে রবো আমি  আমার মায়ের দুটি পায়ে।। ফুলের চেয়েও আরো সুন্দর আমার মায়ের মুখের হাসি,  মায়ের চোখে অশ্রু দেখে  আমি নয়ন জলে ভাসি। আমার জন্য হাজার কষ্ট  হাসি মুখে সইছে মায়ে।। রবের পরে মা বড় হয়  সবার কাছেই তা শুনেছি, শত হাজার স্বপ্ন আমার  মাকে নিয়ে তাই বুনেছি।। মাকে আমি রাখবো পুষে  যেমনি আমায় মা পুষেছে, মার বুকেতে ঠাঁই পেয়েছি  আমায় যখন লোক দুষেছে। মায়ের দোয়া ভালোবাসা পায় না হতভাগা ছায়ে।।

স্বপ্ন ভাঙ্গা টুকরা

 স্বপ্ন ভাঙ্গা টুকরা  খাদিজা বেগম  জরাজীর্ণ এই শরীরটা  হতাশার শেষ সীমানাতে,  স্বপ্ন ভাঙ্গা টুকরা গুলো  ঝরে পড়ে আঁখি পাতে।। অবিচারের পাহাড় তলে  চাপা পড়ে কাঁদে নয়ন, চারিদিকে আঁধার দেখি  কোথায়ও নাই কোন কিরণ। মাঝে মাঝে সন্দেহ হয়  আছি কিনা দুনিয়াতে।। ভেসে যাচ্ছি অশ্রুর স্রোতে  আমার কেহ নাই বাঁচাবার , এই বুক ভরা কানায় কানায়  শুধু কষ্ট আর হাহাকার।। জানিনা কেউ আসবে কিনা  আমার চোখের জল মোছাতে,  ভালোবেসে আসবে কিনা  আমার বুকের ঘা ঘোচাতে। তিমির রাতে জেগে আছি একটা ভোরের অপেক্ষাতে।।

রঙ্গ জানে

 রঙ্গ জানে  খালেদা বেগম  রঙ্গ জানে রঙ্গ জানে  আমার বন্ধু কত রঙ্গ /জানে, কাছে এলে দূরে ঠেলে  দূরে গেলে আবার কাছে /টানে।। খুঁজলে তারে দেয় না ধরা  আবার আমার আশায় থাকে /জেগে, ডাকলে তারে দায় না সাড়া  না ডাকলেও আবার থাকে /রেগে। বন্ধু আমার আমিও তার এই পৃথিবীর অনেকেই তা /মানে।। তার অদৃশ্য এক বাঁধনে  সে রেখেছে আমায় ধরে /বেঁধে, আমার দেখার বাইরে থাকে  তবু তারে দেখতে মরি /কেঁদে।। তার কত রঙ কত যে রূপ  আমি অধম তার কিছুই না /জানি, তার প্রেমেতে হৃদয় হাসে দুই নয়নের উছলে পড়ে /পানি। মনের মাঝে বাস করে সে  কথা বলে আমার কানে /কানে।।

দেশ প্রেমের চাষ

 দেশ প্রেমের চাষ  খাদিজা বেগম  দেশ বাঁচাতে আমরা করব  মন মাঝারে দেশ প্রেমের চাষ, দেশ প্রেমিক মন পুষে রাখতে  মাটি দেব লালসার লাশ।। দেশের সন্তান আমরা সবাই  দেশের তরে থাকবো জেগে,  বিশ্বজুড়ে জ্বলবে এ দেশ  নৈতিকতার ছোঁয়া লেগে। গাছ বাঁচাতে আমরা কাটব  আশেপাশের আগাছা ঘাস।। দুই নয়নের কানায় কানায়  দেশের জন্য স্বপ্ন রাখবো,  আপসহীন এক যোদ্ধা হয়ে  দেশের জন্য অটুট থাকবো।। নৈতিকতা দেশের হৃদয়  আমরা রাখবো তারে ধরে,  দেশ প্রেমিকা জন্ম নেবে  তবেই প্রতি ঘরে ঘরে। দেশ আমাদের মহারানী  আমরা সবাই এ দেশের দাস।।

টাকা টাকা টাকা

 টাকা টাকা টাকা  খাদিজা বেগম  থমকে গেছে পৃথিবীটা  আটকে গেছে আমারি পা, আজ আমার নাই বলে টাকা  ওরে টাকা টাকা টাকা।। টাকার কাছে বন্দী আমার  লক্ষো রাত্রি জাগা স্বপন,  টাকা আমার মন ভেঙেছে  কাঁদিয়েছে অবুঝ নয়ন। টাকা ছাড়া যান্তো মরা  আজ নিজেকে লাগে একা।। টাকা ছাড়া রক্তের বাঁধন  প্রিয় জনা হয় অচেনা, আজ টাকা নাই বলে আমার  কেউ করে না লেনা দেনা।। টাকা চাইলে টাকা দেয় না  চায় সম্পর্ক ভালো রাখতে,  পৃথিবীতে কেউ কি পারে  টাকা ছাড়া ভালো থাকতে?  তাইতো টাকার বীজ বুনেছি  সেথায় ফলবে অনেক টাকা।।

এই মাটিতে

 এই মাটিতে  খাদিজা বেগম  এই মাটিতে শুয়ে আছে  লাখো লাখো মুক্তিযোদ্ধা শহীদ, আরো আছে বিদ্রোহী বীর  তোমরা ফিরে দেখতে পারো অতীত।। পূর্বপুরুষ রক্ত হয়ে  আজো বৈছে এই শরীরের মাঝে, তাই আমাদের দুঃসাহসী  কন্ঠে কন্ঠে বজ্রধ্বনি বাজে। ন্যায় বাঁচাতে লড়াই করব এ আমাদের শ্বাস নিঃশ্বাসের তাগিদ।। বীরপুরুষ গণ পূর্বপুরুষ  আমরা নইতো কোন ভীত জাতি, নীতি রক্ষা করি আমরা  দুর্নীতির ঐ মুখে দিয়ে লাথি।। দেশ বিদেশে গর্ব করি এই দেশেতে জন্ম নেবার জন্য, ভালবেসে যুদ্ধ করি আমরা সবাই দেশ প্রেমিক সৈন্য। দেশের জন্য জীবন দিতে  প্রস্তুত আমরা লাখো লাখো ছাঈদ।।

মানিয়ে নেবার জীবন

 মানিয়ে নেবার জীবন  খাদিজা বেগম  মানিয়ে নেবার জীবন আমার  শুধু মানিয়ে নেবার জীবন, একটি দিনও একটি কাজও  করতে পারিনি আমার মতন।। তার ইচ্ছাতে হেঁটে চলি আমি তার ইচ্ছাতে কথা বলি মুখে, জ্বলছে আগুন তার ইচ্ছাতে  আমার এ মন পুড়ে যায় বুকে। তার ইচ্ছার সামনে আমার  ইচ্ছা গুলির হয়েছে মরন।। ভিক্ষা দিতেও পারিনি এই আমি  কখনো চাইতেও পারিনি ভিক্ষা, আর কতকাল এমনি করেই  আমি দিয়ে যাব অগ্নিপরীক্ষা।। হাজার রকম আশা দিলা মনে  শক্তি দাওনি আশা পুরাবার, নানান নিয়ম নীতি মেনে মেনে  আমার জীবন হলো ছারখার।  এমন জীবন চাইনি তো কখনো যে জীবনে আশা হবেনা পূরণ।।

বীর সেনাদের দেশে

 বীর সেনাদের দেশে  খাদিজা বেগম  দেশের শত্রু আজও আছে  বন্ধু সেজে বীর সেনাদের দেশে, স্বৈরাচারের দোসর ওরা  উঠছে জেগে চোর ডাকাতের বেশে।। জাগতে হবে দেশ প্রেমিকদের  দেশের তরে প্রতি ঘরে ঘরে, দেশ বাঁচাতে মারতে হবে  দেশের শত্রু গুলো ধরে ধরে। দেশের শত্রু ঘুষ বাণিজ্য যাতে দেশের মেধা যাচ্ছে ফেঁসে।। দেশের জন্য যুদ্ধ করব বল না তোরা কে কে আছো রাজি?? ধান্দাবাজির চান্দাবাজির  হাতগুলো সব ভেঙে দেব আজি। কালো হাতের কালো ছোবল  দেশ জননীর হাসি নিল কেড়ে, দেশের শত্রু সবার শত্রু  আর দেবনা ঐ শত্রুদের ছেড়ে। শত্রু ধ্বংস করার পরেই দেশ জননী আবার উঠবে হেসে।।

আমি তাতে দাই না

  আমি তাতে দাই না  খাদিজা বেগম  আমি মানুষ আমার মতো  অন্যের মতো হতে আমি /চাইনা,  অন্যের মত কে সম্মান দিয়ে  সঠিক মতে থাকবো সবাই /তাই না সবার তালে তাল মিলাতে  গিয়ে দেখি আমার তালটা /পাইনা, তাইতো আমি আগের মত  কারো তালে তাল মিলাতে /চাই না। আমার বিবেক আমার বুদ্ধি  হারিয়ে যাক তাতো আমি /চাই না।। সবার সুরে সুর মিলাতে  গিয়ে দেখি আমার সুরটা /পাইনা,  তাইতো আমি আগের মত  কারো সুরে সুর মিলাতে /চাই না।। সবার মুখে মুখ মেলাতে  গিয়ে দেখি আমার কথা /পাইনা, তাইতো আমি আগের মত  কারো মুখে মুখ মেলাতে /চাই না। কেহ যদি আমার প্রতি  দুঃখী থাকে আমি তাতে /দাই না।।

দেশ আমাদের

 দেশ আমাদের  খাদিজা বেগম  দেশ আমাদের মাথার মুকুট  আমরা রাখবো মাথায় তাকে, দেশের জন্য রক্ত দেবো  জীবন দেবো দেশের ডাকে।। দেশ কিনেছি রক্ত দিয়ে লক্ষ লক্ষ প্রাণের দামে, দেশের ক্ষতি করবে যে জন  রাখবো তারে জাহান্নামে।  আমরা দুর্জয় আমরা দুর্বার  ভয় করি না কারো হাঁকে।। মরতে আমরা শিখে গেছি  ভয় দেখিয়ে লাভ হবে না,  জেগে ওঠা বাঙালিকে  ঘুমপাড়ানো আর যাবে না।। বাংলা প্রাণের মা জননী  আমরা বাংলা মায়ের সন্তান,  এই জীবনের চেয়েও দামি  আমাদের এই দেশের সম্মান। সজাগ চোখে শত্রু রুখে  বাসব ভালো এই দেশটাকে।।