যুদ্ধ দেখি নাই
যুদ্ধ দেখি নাই খাদিজা বেগম একাত্তরের সেই দিন আমরা অগ্নি যুদ্ধ দেখি নাই, আজ দেখেছি পণ্যের দামে গরিব দুঃখী পুড়ে ছাই।। ট্যাংয়ের মুখে পরি নাই তো করি নাই তার ভয় চিৎকার, সিন্ডিকেটের মুখে পরে আজ করেছি হাহাকার। বন্দী আমরা ওদের হাতে আজো আমরা মুক্তি চাই।। দেখি নাই সেই পাক হায়েনা আজ দেখেছি চাঁদাবাজ, ওদের হাতে জিম্মি যেন আমাদের এই সমাজ।। বায়ান্নোর সেই আন্দোলনটা আমরা দেখি নাই দুই চোখে, অধিকারের আন্দোলনে কেউ মরবো না মাথা ঠোকে। ন্যায় অধিকার আদায় করতে চলো আমরা যুদ্ধে যাই।।