আমার দেশের ছেলে

 আমরা দেশের ছেলে

খাদিজা বেগম 


দেশ আমাদের মা জননী 

আমরা দেশের ছেলে,

দেশের তরে থাকবো সজাগ

স্বপ্ন ডানা মেলে।।


খুব সকালে পাখির আগে 

আমরা উঠবো জেগে,

দেশ গড়িতে ছুটবো আমরা 

সূর্যের আলোর বেগে।

দেশের জন্য কাজ করিব

বুকের স্বপ্ন ঢেলে।।


দেশের সন্তান আমরা সবাই

সাহেব, শ্রমিক, জেলে, 

আমরা নেব দেশ এগিয়ে

লোভ লালসা ফেলে।।।


নৈতিকতা দেশের হৃদয় 

রাখবো বুকে ধরে,

অনৈতিক কাজ করব না কেউ

শপথ দেশের তরে।

ধংস ডেকে আনবো না আর 

দেশটা অবহেলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান