জন্মভূমি মা
জন্মভূমি মা
খাদিজা বেগম
জন্মভূমি মা আমার মা
তোমার কোলে দুঃখ ভোলে,
প্রাণ জুড়িয়ে আসে আমার
তোমার মিষ্টি মধুর বোলে ।।
তোমায় নিয়ে হাজার স্বপ্ন
আমার বুকের মাঝে জমা,
সবার চেয়ে প্রিয় তুমি
তুমি আমার প্রিয়তমা।
খুব সকালে পাখির গানে
আমার আঁখির পাতা খোলে।।
ভাটির গানে দার টেনে যায়
মাঝি নৌকার বাদাম তুলে,
মাঝ নদীতে ইলিশ ধরে
মাছ ভরা নাও আসে কূলে।।
যেথায় গিয়ে পড়ে দুচোখ
সেথায় দেখি অমূল্য ধন,
যা দেখেছি তাতেই যেন
আমার সার্থক দুটি নয়ন।
শাপলা শালুক ঝিলের জলে
ঢেউ খেলে যায় দোলে দোলে।।
Comments
Post a Comment