বুকের মানিক
বুকের মানিক
খাদিজা বেগম
বুকের মানিক মারছে ওরা
নির্বিচারে গুলি করে,
না না আমরা থাকবো না আর
থাকবো না আর কেহ ঘরে।।
রক্তে রক্তে লাল হয়েছে
বাংলা মায়ের সবুজ আঁচল,
মনের মাঝে রক্ত ক্ষরণ
দুই নয়নে বেদনার ঢল।
প্রতিবাদের দারুণ ক্ষুধা
আজ জেগেছে এই অন্তরে।।
ওরে তোরা কে কে যাবি
ন্যায়ের কন্ঠ জাগিয়ে তোল,
শূন্য হতে দেব না আর
বীর বাঙালি মায়েদের কোল।।
মরার জন্য এক হয়েছি
মারবি কারে মারনা তোরা,
লড়াই করে বাঁচতে জানি
আমরা সকল বাঙালিরা।
বেঁচে থাকতে মরবো না কেউ
অত্যাচারীর ডরে ডরে।।
Comments
Post a Comment