দেশ আমাদের
দেশ আমাদের
খাদিজা বেগম
দেশ আমাদের মাথার মুকুট
আমরা রাখবো মাথায় তাকে,
দেশের জন্য রক্ত দেবো
জীবন দেবো দেশের ডাকে।।
দেশ কিনেছি রক্ত দিয়ে
লক্ষ লক্ষ প্রাণের দামে,
দেশের ক্ষতি করবে যে জন
রাখবো তারে জাহান্নামে।
আমরা দুর্জয় আমরা দুর্বার
ভয় করি না কারো হাঁকে।।
মরতে আমরা শিখে গেছি
ভয় দেখিয়ে লাভ হবে না,
জেগে ওঠা বাঙালিকে
ঘুমপাড়ানো আর যাবে না।।
বাংলা প্রাণের মা জননী
আমরা বাংলা মায়ের সন্তান,
এই জীবনের চেয়েও দামি
আমাদের এই দেশের সম্মান।
সজাগ চোখে শত্রু রুখে
বাসব ভালো এই দেশটাকে।।
Comments
Post a Comment