মানিয়ে নেবার জীবন

 মানিয়ে নেবার জীবন 

খাদিজা বেগম 


মানিয়ে নেবার জীবন আমার 

শুধু মানিয়ে নেবার জীবন,

একটি দিনও একটি কাজও

 করতে পারিনি আমার মতন।।


তার ইচ্ছাতে হেঁটে চলি আমি

তার ইচ্ছাতে কথা বলি মুখে,

জ্বলছে আগুন তার ইচ্ছাতে 

আমার এ মন পুড়ে যায় বুকে।

তার ইচ্ছার সামনে আমার 

ইচ্ছা গুলির হয়েছে মরন।।


ভিক্ষা দিতেও পারিনি এই আমি 

কখনো চাইতেও পারিনি ভিক্ষা,

আর কতকাল এমনি করেই 

আমি দিয়ে যাব অগ্নিপরীক্ষা।।


হাজার রকম আশা দিলা মনে 

শক্তি দাওনি আশা পুরাবার,

নানান নিয়ম নীতি মেনে মেনে 

আমার জীবন হলো ছারখার। 

এমন জীবন চাইনি তো কখনো

যে জীবনে আশা হবেনা পূরণ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান