স্বপ্ন ভাঙ্গা টুকরা
স্বপ্ন ভাঙ্গা টুকরা
খাদিজা বেগম
জরাজীর্ণ এই শরীরটা
হতাশার শেষ সীমানাতে,
স্বপ্ন ভাঙ্গা টুকরা গুলো
ঝরে পড়ে আঁখি পাতে।।
অবিচারের পাহাড় তলে
চাপা পড়ে কাঁদে নয়ন,
চারিদিকে আঁধার দেখি
কোথায়ও নাই কোন কিরণ।
মাঝে মাঝে সন্দেহ হয়
আছি কিনা দুনিয়াতে।।
ভেসে যাচ্ছি অশ্রুর স্রোতে
আমার কেহ নাই বাঁচাবার ,
এই বুক ভরা কানায় কানায়
শুধু কষ্ট আর হাহাকার।।
জানিনা কেউ আসবে কিনা
আমার চোখের জল মোছাতে,
ভালোবেসে আসবে কিনা
আমার বুকের ঘা ঘোচাতে।
তিমির রাতে জেগে আছি
একটা ভোরের অপেক্ষাতে।।
Comments
Post a Comment