আমি তাতে দাই না

 আমি তাতে দাই না 

খাদিজা বেগম 



আমি মানুষ আমার মতো 

অন্যের মতো হতে আমি /চাইনা, 

অন্যের মত কে সম্মান দিয়ে 

সঠিক মতে থাকবো সবাই /তাই না


সবার তালে তাল মিলাতে 

গিয়ে দেখি আমার তালটা /পাইনা,

তাইতো আমি আগের মত 

কারো তালে তাল মিলাতে /চাই না।

আমার বিবেক আমার বুদ্ধি 

হারিয়ে যাক তাতো আমি /চাই না।।


সবার সুরে সুর মিলাতে 

গিয়ে দেখি আমার সুরটা /পাইনা, 

তাইতো আমি আগের মত 

কারো সুরে সুর মিলাতে /চাই না।।


সবার মুখে মুখ মেলাতে 

গিয়ে দেখি আমার কথা /পাইনা,

তাইতো আমি আগের মত 

কারো মুখে মুখ মেলাতে /চাই না।

কেহ যদি আমার প্রতি 

দুঃখী থাকে আমি তাতে /দাই না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান