আমি তাতে দাই না
আমি তাতে দাই না
খাদিজা বেগম
আমি মানুষ আমার মতো
অন্যের মতো হতে আমি /চাইনা,
অন্যের মত কে সম্মান দিয়ে
সঠিক মতে থাকবো সবাই /তাই না
সবার তালে তাল মিলাতে
গিয়ে দেখি আমার তালটা /পাইনা,
তাইতো আমি আগের মত
কারো তালে তাল মিলাতে /চাই না।
আমার বিবেক আমার বুদ্ধি
হারিয়ে যাক তাতো আমি /চাই না।।
সবার সুরে সুর মিলাতে
গিয়ে দেখি আমার সুরটা /পাইনা,
তাইতো আমি আগের মত
কারো সুরে সুর মিলাতে /চাই না।।
সবার মুখে মুখ মেলাতে
গিয়ে দেখি আমার কথা /পাইনা,
তাইতো আমি আগের মত
কারো মুখে মুখ মেলাতে /চাই না।
কেহ যদি আমার প্রতি
দুঃখী থাকে আমি তাতে /দাই না।।
Comments
Post a Comment