টাকা টাকা টাকা
টাকা টাকা টাকা
খাদিজা বেগম
থমকে গেছে পৃথিবীটা
আটকে গেছে আমারি পা,
আজ আমার নাই বলে টাকা
ওরে টাকা টাকা টাকা।।
টাকার কাছে বন্দী আমার
লক্ষো রাত্রি জাগা স্বপন,
টাকা আমার মন ভেঙেছে
কাঁদিয়েছে অবুঝ নয়ন।
টাকা ছাড়া যান্তো মরা
আজ নিজেকে লাগে একা।।
টাকা ছাড়া রক্তের বাঁধন
প্রিয় জনা হয় অচেনা,
আজ টাকা নাই বলে আমার
কেউ করে না লেনা দেনা।।
টাকা চাইলে টাকা দেয় না
চায় সম্পর্ক ভালো রাখতে,
পৃথিবীতে কেউ কি পারে
টাকা ছাড়া ভালো থাকতে?
তাইতো টাকার বীজ বুনেছি
সেথায় ফলবে অনেক টাকা।।
Comments
Post a Comment