ভয় পেয়ো না
ভয় পাবো না
খাদিজা বেগম
আমরা কেহ ভয় পাবো না
দেখে রক্ত মাখা লাশ,
রক্ত দিয়েই হয় লেখা হয়
নতুন করে ইতিহাস।।
আমরা জাগলেই সকাল হবে
দূর হবে সব অন্ধকার,
বাঘের মত হুংকার দিলেই
খুলে যাবে বন্ধ দ্বার।
আমরা যোদ্ধা আমরা স্বাধীন
আমরা নয়তো কারো দাস।।
নির্বিচারে গুলি করে
সত্য মারা যাবে না,
সত্য সদা অমর থাকে
মৃত্যু নিয়ে ভাবে না।।
রক্তের আগুন নিবাভ না
মিথ্যাকে না পুড়িয়ে,
হৃদয়ের ঝড় দামাবো না
অন্যায়কে না উড়িয়ে।
বুদ্ধি দিয়ে যুদ্ধ করে
করবো শত্রুদের বিনাশ।।
Comments
Post a Comment