অন্ধবিশ্বাস
অন্ধবিশ্বাস
খাদিজা বেগম
কেটে নেয়া যায় অন্যের পা
কিন্তু সে পা দিয়ে হাঁটা যাবে না,
ভেঙ্গে নেয়া যায় অন্যের হাত
সে হাত দিয়ে কর্মকরা যাবে না।।
অন্যজনা সংসার ভেঙ্গে
নিতে পারো সব টুকু সুখ আনন্দ,
তাতে তোমার সুখ হবে না
মনে লেগে রবে দন্ড আর দন্দ।
ভাল থাক ভালো কাজে
মন্দ কাজে ভাল থাকা যাবে না।।
শান্ত হয়ে ভেবে দেখো
অমানুষে অন্যের ভাল ভাবে না,
মানুষ হয়ে থাকো যদি
অন্যের ক্ষতি কভু করা যাবে না।।
হাসি কান্নার নামি জীবন
লাভ ক্ষতিতে মানব জীবন একাকার,
যাদের তুমি বন্ধু ভাবো
তাদের মাঝেই শত্রু আছে হুঁশিয়ার।।
পৃথিবীতে অন্ধবিশ্বাস
নিজেকেও নিজে করা যাবে না।।
Comments
Post a Comment