মায়ের দোয়া
মায়ের দোয়া
খাদিজা বেগম
আকাশের মেঘ হবো আমি
ছায়া দিতে মায়ের গায়ে,
জুতা হয়ে রবো আমি
আমার মায়ের দুটি পায়ে।।
ফুলের চেয়েও আরো সুন্দর
আমার মায়ের মুখের হাসি,
মায়ের চোখে অশ্রু দেখে
আমি নয়ন জলে ভাসি।
আমার জন্য হাজার কষ্ট
হাসি মুখে সইছে মায়ে।।
রবের পরে মা বড় হয়
সবার কাছেই তা শুনেছি,
শত হাজার স্বপ্ন আমার
মাকে নিয়ে তাই বুনেছি।।
মাকে আমি রাখবো পুষে
যেমনি আমায় মা পুষেছে,
মার বুকেতে ঠাঁই পেয়েছি
আমায় যখন লোক দুষেছে।
মায়ের দোয়া ভালোবাসা
পায় না হতভাগা ছায়ে।।
Comments
Post a Comment