শেষ ঠিকানা
শেষ ঠিকানা
খাদিজা বেগম
শত দেশে যতই ঘুরি
বাংলা আমার শেষ ঠিকানা,
শত দেশে যতই ঘুমাই
বাংলা আমার শেষ বিছানা।।
বাংলার কোলে এসেছিলাম
কান্না নিয়ে পৃথিবীতে,
হাসতে হাসতে মিশে যাব
বাংলা মায়ের এই মাটিতে।
বাংলার বোলে বাংলার কোলে
আমার সুখের শেষ আস্তানা।।
দেশ, মাটি, মা এইতো আমার
বেঁচে থাকার মূল অবদান,
দিতে হলে দেব আমি
দেশ মাতাকে প্রাণ বলি দান।।
নৈতিকতা সঙ্গী করে
এগিয়ে নেব এই বাংলাদেশ,
বাংলাদেশে জন্ম আমার
আহা ভাবতে লাগে বেশ বেশ।
দেশের তরে স্বপ্ন দেখি
মেলে রাখি স্বপ্ন ডানা।।
Comments
Post a Comment