বীর সেনাদের দেশে

 বীর সেনাদের দেশে 

খাদিজা বেগম 


দেশের শত্রু আজও আছে 

বন্ধু সেজে বীর সেনাদের দেশে,

স্বৈরাচারের দোসর ওরা 

উঠছে জেগে চোর ডাকাতের বেশে।।


জাগতে হবে দেশ প্রেমিকদের 

দেশের তরে প্রতি ঘরে ঘরে,

দেশ বাঁচাতে মারতে হবে 

দেশের শত্রু গুলো ধরে ধরে।

দেশের শত্রু ঘুষ বাণিজ্য

যাতে দেশের মেধা যাচ্ছে ফেঁসে।।


দেশের জন্য যুদ্ধ করব

বল না তোরা কে কে আছো রাজি??

ধান্দাবাজির চান্দাবাজির 

হাতগুলো সব ভেঙে দেব আজি।


কালো হাতের কালো ছোবল 

দেশ জননীর হাসি নিল কেড়ে,

দেশের শত্রু সবার শত্রু 

আর দেবনা ঐ শত্রুদের ছেড়ে।

শত্রু ধ্বংস করার পরেই

দেশ জননী আবার উঠবে হেসে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান