ঘুমে কেন বিভোর
ঘুমে কেন বিভোর
খাদিজা বেগম
ঘুমে কেন বিভোর তোমরা?
জেগে ওঠো দেশ প্রেমিক,
দূর্নীতির ঐ আগুন লেগে
পুড়ে যাচ্ছে চারিদিক।।
বেঁচে থাকেও মরছো কেন
করতে হবে প্রতিবাদ,
বুদ্ধি দিয়ে ভেঙে ফেল
দুর্নীতির ওই নোংরা হাত।
সঠিক দিকে চলো সবাই
আর যেওনা ভুলের দিক।।
মুখ থাকিতে বোবা কেন
বল মিথ্যার বিরুদ্ধে,
ঢাল তলোয়ার হয় পরাজয়
জ্ঞানীদের জ্ঞান যুদ্ধে।
অন্ধকারের দিক রেখে যাই
চলো সবাই আলোর দিক।।
আলোর পথে দুর্নীতি নাই
সেথায় শুধু শততা,
দুর্নীতির ঐ দুর্গ ভেঙ্গে
এসো গড়ি একতা।
সবাই রবো দেশের তরে
হবো আমরা মানবিক।।
Comments
Post a Comment