শুনতে পাচ্ছ কি না
শুনতে পাচ্ছ কি না
খাদিজা বেগম
তোমরা শুনতে পাচ্ছ কি না ?
শুনছে কি না তোমাদের কান,
আমি তো খুব শুনতে পাচ্ছি
দিক দিকে বিজয়ের গান।।
তোমরা দেখতে পাচ্ছ কি না?
শত্রুর ঘাঁটি ভেঙে খানখান
আমি তো খুব দেখতে পাচ্ছি
উড়িতেছে বিজয় নিশান।
এই বিজয়টা আনতে গিয়ে
ঝরে গেছে কত যে প্রাণ।।
ঈদের চেয়েও আরো বেশি
লাগছে আমার খুশি খুশি,
গণহত্যার বিচার হবে
পার পাবে না কোন দোষী।।
ভয়-ভীতিহীন বলবো আমরা
স্বাধীন ভাবে মনের কথা,
উড়ে গেছে হৃদয়ের ক্ষোভ
দূর হয়েছে মনের ব্যথা।
শহীদ ভাইদের স্মরণ রেখেই
এই দেশের মান রাখবো অম্লান।।
Comments
Post a Comment