ওতো পেতেছে
ওত পেতেছে
খাদিজা বেগম
চারিদিকে ওত পেতেছে
আত্মঘাতী প্রলোভন,
সতর্ক হও তৈরি থেকো
লড়াই করা প্রয়োজন,
চারিপাশে ঘিরে আছে
শত শত প্রলোভন,
ফাঁদে ফেলার জন্য তোমায়
নিত্য নতুন আয়োজন।
মাদক সেবন জীবন নাশের
জ্বলন্ত এক উদাহরণ।।
আরো আছে জুয়া খেলা
সুদ, ঘুষ, যৌন হয়রানি,
নিয়ন্ত্রণে রাখো মনটা
বিবেক জাগাও এখনি।
নিজে নিজেই হও নিজের
রক্ষাকারী দারোয়ান।।
তুমি এখন অনেক বড়
অভিভাবক হও তোমার,
পাপ করিলে বইতে হবে
সারা জীবন হাহাকার।
কর্মফল টা কেউ নেবে না
এটাই নিজের উপার্জন।।
নিজের বিকাশ করতে হলে
দাঁড়াও রিপুর বিরুদ্ধে,
মূল্যবোধে দ্দীপ্ত হয়ে
সতর্ক হও সব যুদ্ধে।।
প্রতিকূল ক্ষণ থাকে না তো
কারো জন্য আজীবন।।
Comments
Post a Comment