দেশের শত্রু
দেশের শত্রু
খাদিজা বেগম
দেশের শত্রু আজও আছে
বন্ধু সেজে বীর সেনাদের দেশে,
দেশমাতা আজ ভালো নাই তো
ওদের দেয়া যন্ত্রণায় আর ক্লেশ।
জাগতে হবে দেশ প্রেমিকদের
দেশের তরে প্রতি ঘরে ঘরে,
দেশ বাঁচাতে মারতে হবে
দেশের শত্রু গুলো ধরে ধরে।
দেশের শত্রু ঘুষ বাণিজ্য
যাতে দেশের মেধা যাচ্ছে ফেঁসে।।
দেশের জন্য যুদ্ধ করব
বলনা তোরা কে কে আছো রাজি??
ধান্দাবাজির চান্দাবাজির
হাতগুলো সব ভেঙে দেব আজি।
কালো হাতের কালো ছোবল
দেশ জননীর হাসি নিল কেড়ে,
দেশের শত্রু সবার শত্রু
আর দেবনা ঐ শত্রুদের ছেড়ে।
শত্রুর ধ্বংস করার পরেই
দেশ জননী আবার উঠবে হেসে।।
Comments
Post a Comment