বীর সাঈদ
২/ বীর সাঈদ
খাদিজা বেগম
বীর সাঈদের বুকে যখন
একে একে গুলি লাগে,
বাঘের মতো গর্জে ওঠে
জাতি সূর্যের মতো জাগে।।
জীবন বাজি ধরল সবাই
নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ,
স্বৈরাচারের বিরুদ্ধে হলো
রক্তক্ষয়ী মহা যুদ্ধ।
জনস্রোত এর চাপে পড়ে
স্বৈরাচারী তখন ভাগে।।
দেশের জন্য কেউ দিয়েছে
নিজের হাত-পা চোখের আলো,
মা দিয়েছে হৃদয় ছিড়ে
তার পরেতেই বিজয় এলো।
এই বিজয়কে রাখতে ধরে
ন্যায়ের সাথে আমরা থাকবো,
ব্যক্তি কিংবা দলের চেয়ে
দেশটা বড় মাথায় রাখবো।
দেশের সম্মান দেশের সম্পদ
রক্ষা করবো সবার আগে।।
Comments
Post a Comment