এই মাটিতে
এই মাটিতে
খাদিজা বেগম
এই মাটিতে শুয়ে আছে
লাখো লাখো মুক্তিযোদ্ধা শহীদ,
আরো আছে বিদ্রোহী বীর
তোমরা ফিরে দেখতে পারো অতীত।।
পূর্বপুরুষ রক্ত হয়ে
আজো বৈছে এই শরীরের মাঝে,
তাই আমাদের দুঃসাহসী
কন্ঠে কন্ঠে বজ্রধ্বনি বাজে।
ন্যায় বাঁচাতে লড়াই করব
এ আমাদের শ্বাস নিঃশ্বাসের তাগিদ।।
বীরপুরুষ গণ পূর্বপুরুষ
আমরা নইতো কোন ভীত জাতি,
নীতি রক্ষা করি আমরা
দুর্নীতির ঐ মুখে দিয়ে লাথি।।
দেশ বিদেশে গর্ব করি
এই দেশেতে জন্ম নেবার জন্য,
ভালবেসে যুদ্ধ করি
আমরা সবাই দেশ প্রেমিক সৈন্য।
দেশের জন্য জীবন দিতে
প্রস্তুত আমরা লাখো লাখো ছাঈদ।।
Comments
Post a Comment