মুক্তি সেনা
মুক্তি সেনা
খাদিজা বেগম
মুক্তি সেনা মুক্তি সেনা
ডাক এসেছে যুদ্ধে যাবার,
বাংলা মাকে মুক্ত করো
দুর্নীতির হাত থেকে এবার।
হায়েনা এখন দেশের ভিতর
দেশ দরদী বেশ ধরেছে,
তলে তলে দেশের সম্পদ
দল বেঁধে আজ লুট করেছে।
সত্য নিয়ে জেগে ওঠো
সময় নেই আর বসে থাকার ।।
শিক্ষা মোদের মেরুদন্ড
তাও দিয়েছে ভেঙে চুরে,
দুর্নীতির ঐ কালো ছায়ায়
অন্ধকার আজ দেশটা জুড়ে।
ওঠ জেগে ওঠ সূর্য হয়ে
তাড়িয়ে দেয় সব অন্ধকার।।
তোরা জাগলেই ধ্বংস হবে
ওদের সকল ষড়যন্ত্র,
আসবে ফিরে দেশের মাঝে
সত্যি কারের গণতন্ত্র।
জাগো জাগো মুক্তি সেনা
এখন সময় যুদ্ধ করার।।
Comments
Post a Comment