দূর্নীতি

 দূর্নীতি

খাদিজা বেগম 


ডানে বামে দূর্নীতি আজ

সামনে পিছেও আজ দূর্নীতি,

দুর্নীতির ঐ জোয়ার উঠে 

ডুবে যাচ্ছে সব সুনিতী।।


স্কুল, কলেজ, মন্দির, মসজিদ

মাটে, ঘাটে, বাজারে আজ,

কানায় কানায় ভরে আছে 

উপচে পড়া দুর্নীতিবাজ।

এই দুর্নীতির কারণে আজ 

ধ্বংস হলো অর্থনীতি।।


শিক্ষা জাতির মেরুদন্ড

দুর্নীতিতে ভেঙ্গেছে তা,

যতই নিচ্ছে শিক্ষা সনদ

ততই বাড়ছে যে মূর্খতা।


দুর্নীতি টা আজকে যেন 

নীতি হলো এই সমাজে,

সবখানেতে সভাপতি

 চুরি করে সাধুর সাজে।

দুর্নীতিতে দুর্নীতিতে 

ধ্বংস হলো কত জাতী ??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান