দেশ প্রেমের চাষ
দেশ প্রেমের চাষ
খাদিজা বেগম
দেশ বাঁচাতে আমরা করব
মন মাঝারে দেশ প্রেমের চাষ,
দেশ প্রেমিক মন পুষে রাখতে
মাটি দেব লালসার লাশ।।
দেশের সন্তান আমরা সবাই
দেশের তরে থাকবো জেগে,
বিশ্বজুড়ে জ্বলবে এ দেশ
নৈতিকতার ছোঁয়া লেগে।
গাছ বাঁচাতে আমরা কাটব
আশেপাশের আগাছা ঘাস।।
দুই নয়নের কানায় কানায়
দেশের জন্য স্বপ্ন রাখবো,
আপসহীন এক যোদ্ধা হয়ে
দেশের জন্য অটুট থাকবো।।
নৈতিকতা দেশের হৃদয়
আমরা রাখবো তারে ধরে,
দেশ প্রেমিকা জন্ম নেবে
তবেই প্রতি ঘরে ঘরে।
দেশ আমাদের মহারানী
আমরা সবাই এ দেশের দাস।।
Comments
Post a Comment