তুমি মানুষ
তুমি মানুষ
খাদিজা বেগম
উপর দিকে ফেললে থুথু
নিজের গায়ে এসেই লাগে,
আপনাকে শাসন করো
পরকে শাসন করার আগে।।
পরের ভুলটা ধরার আগে
ও মন নিজের ভুলটা ধরো,
নৈতিকতার সাথে তুমি
তোমার মনব জীবন গড়ো।
তোমার হৃদয় সাদা হৃদয়
আর ভর না কালা দাগে।।
ফুলের মত ঘ্রাণ ছড়ালে
তুমি থাকবে তাতে ভালো,
কাজেকর্মে মাল ছড়ালে
তোমার জীবন হবে কালো।।
মুখ থেকে যা বলবে তুমি
তাহা তোমার কানেই শুনবে,
আজ যা করো ভেবে করো
এই কর্ম ফল তুমিই গুণবে।
তুমি মানুষ যদি তোমার
অন্যের দুঃখে মায়া জাগে।।
Comments
Post a Comment