বই মেলা
🇧🇩বই মেলা 🇧🇩 খাদিজা বেগম এই মেলা - শুধুই একটা বই মেলা নয় এ যে লেখক পাঠক মেলা, নতুন নুতান বইয়ের ঘ্রাণে মন করে দেয় পাঠক পাগলা ।। অমর ভাষা শহীদ - রফিক, জব্বার, বরকত,সালাম,শফিক, তাদের প্রাণে কেনা ভাষা ঘ্রাণ ছড়াচ্ছে আজ দিগ্বিদিক। মাতৃভাষা অমূল্য ধন এই ভাষা নয় পুতুল খেলা।। নাম নাজানা কতো জীবন ভাষার জন্য হলো বলি, আমার ভাইয়ের রক্ত দিয়ে ভাষার শত্রু খেললো হলি। আমার ভাইয়ের সেই প্রতিদান প্রতিদিনি দেয় যে দোলা।। ফেব্রুয়ারি ২১ তারিখ ভাষা দিবস করি পালন, মায়ের মুখের মিষ্টি ভাষা শ্রদ্ধার সাথে করি লালন। গর্ভধারী, জন্মভূমি যার নাই বুঝে সে তার জ্বালা।। ২১শের হাত ধরে ধীরে (ধীরে) ৭১ এসেছে বাংলায়, ৯ মাস ধরে যুদ্ধ করে (করে) ডিসেম্বরে এলো বিজয়। এই বই মেলা প্রাণের মেলা বাঙালির প্রাণ হয় উজালা।। ভালো বইটা পড়ে পড়ে আলোকিত হবে তুমি, তোমার সেবার অপেক্ষাতে তোমার এই দেশে জন্মভূমি। মন্দ লেখা পড়ে জন তাহার জীবন হবে কালা।। সব লেখকের সেরা লেখক তোমার আমার সৃষ্টিকর্তা, তাহারা বইটা কিনবে আগে অর্থ জেনেই পড়িবে তা। নইলে তোমার শুরু হবে ধীরে ধীরে ধ্বংসের পালা।। এখানে গন, কবিতার বই গল্প, ছাড়ার বই, উপন্যাস, অর্থ...