বঙ্গবন্ধু আর স্বাধীনতা

 বঙ্গবন্ধু আর স্বাধীনতা 

খাদিজা বেগম 


বঙ্গবন্ধু আর স্বাধীনতা 

একই রং এর সুতায় গাঁথা,

তার হৃদয়ে প্রথম উড়ে 

লাল সবুজের এই পতাকা।


৭ই মার্চে শুনেছিলাম

 বঙ্গবন্ধুর যে কবিতা,

ডিসেম্বরের ষোল তারিখ

 সত্যি হলো তার সবি তা‌।

দেশের জন্য বড় সম্পদ 

দেশ প্রেমিকদের আজ একতা‌‌।।


এই বিজয়ের সঙ্গী ছিল 

অগণিত মা-বোনেরা,

স্বাধীনতার পরেও কেন 

ধর্ষিত হয় আজও তারা??

পুরুষ নামে কাপুরুষ সে 

যে বুঝেনা নারীর ব্যথা।।


নারী-পুরুষ সবার এই দেশ

এই দেশেতে সবাই স্বাধীন,

নারী-পুরুষ সবাই ঋণী

শোধ হবে না শহিদ এর ঋণ।

আমরা সবাই দেশের সন্তান

আমাদের দেশ সবার মাতা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান