স্কুল

 স্কুল 

খাদিজা বেগম


স্কুল থেকে দিচ্ছে ওরা 

এখন, শার্ট, প্যান্ট, জুতা, মোজা,

 শিক্ষা টারে পণ্য করে 

 গড়ে তুলছে দেশের বোঝা।


আজ এখানে ওখানে ওই 

ব্যাঙের ছাতার মত স্কুল,

শিক্ষানীতির ভুলের জন্য 

এই দেশ কত দেব মাসুল?

ছোট ছোট শিশুর পিঠে 

কেন বড় বইয়ের বোঝা??


ইস্কুল থেকে কিনতে হবে

খাতা, কলম, পেন্সিল ,রাবার,

তার কোচিং এ পড়াবে স্যার 

নাইবা টাকা থাকুক বাবার।

তার হুকুমেই গাইড কিনবে

না হলে ফেল করবে সোজা।।


ইস্কুল থেকে নৈতিকতা 

না শিখিয়ে শেখাচ্ছে কি?

শিক্ষা ছিল মেরুদন্ড 

দেখো তাহা আছে নাকি?

নাকি আবার দুর্নীতিতে 

খেয়ে নিলো পেয়ে মজা।


ক্লাস টিচারে ফাঁকি দিয়ে 

পড়ায় গিয়ে তার কোচিংয়ে,

শিক্ষকের এই দুর্নীতিটাই 

শিক্ষার নামে যায় ছড়িয়ে।

তাইতো বুঝি এ দেশ হলো 

দুর্নীতিতে মহা রাজা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান