জ্ঞানী আর মূর্খ

 জ্ঞানী আর মূর্খ

খাদিজা বেগম 


মূর্খ মানুষ নিজের শত্রু

অন্য শত্রু লাগেনা তার,

ভুলের পরে ভুল করে যায়

পাপের পথে ছুটে বারবার।।


অন্য লোককে কাঁদিয়ে সে 

মূর্খ বলেই সুখে হাসে,

অন্যায় করে করে মূর্খ 

পরিণত হয় জিন্দা লাশে।

লোক ঠকিয়ে লাভ খোঁজে সে 

প্রতারণায়ই পেশা তাহার।।


মূর্খ মানুষ ভীত হয় খুব

দুঃখের ভয়ে করে চুরি,

ভিক্ষা করে দ্বারে দ্বারে 

দেখায় মিথ্যা বাহাদুরি।

জ্ঞানী লোকে পরিচয় দেয়

কাজে কর্মে তার সততার।।


মিথ্যাটাকে পুঁজি করে 

মূর্খ লোকে ছড়ায় কালো,

সত্যটিকে পুঁজি করে

জ্ঞানী লোকে ছড়ায় আলো।

লোকের ক্ষতি করে করে 

মূর্খ গড়ে পাপের পাহাড়।।


অন্যের ক্ষতি করবে যারা 

তারাই বড় ক্ষতিগ্রস্ত,

সময় থাকতে শুধরে চলো

সরল পথে আসো দোস্ত।

মানুষেরে ভালবাসলে 

ভালোবাসা পাবে স্রষ্টার।।



Comments

Popular posts from this blog

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান