কত মাস
কত মাস
খাদিজা বেগম
তুমি কোথায়, তুমি কোথায়?
কোথায় তোমার বসবাস?
কেন তুমি একটি বারো
তোমায় কর না তালাশ??
আয়নার সামনে দেখো যারে
হাসি মুখে শান্ত চুপ,
সেতো তুমি না, তুমি না
তোমারি আর এক রুপ।
তুমি যখন দেখবে তোমায়
দেখবে একটা মাটির দাস!!
টাকার পিছে ছুটতে গিয়ে
হারিয়ে ফেলছো সততা,
সুখের নেশায় ডুবে আছো
মিথ্যে মিথ্যে অযথা।।
সত্য ছাড়া মিথ্যা সবই
তুমি যতই করো চাষ।।
দিনে দিনে দিন চলে যায়
এই দিন ফিরে আসবে না,
তোমায় তুমি না বাসিলে
অন্যে ভাল বাসবে না।
তোমায় ছাড়া চলবে তুমি
এমনি করে কত মাস?
Comments
Post a Comment