মেঘের মত ভাসবো
মেঘের মত ভাসবো ☁️
খাদিজা বেগম
আকাশ হয়ে থাকো যদি
আমার সুখে-দুঃখে,
মেঘের মত ভাসবো আমি
সেই আকাশের বুকে।।
ছায়া হয়ে থাকো যদি
তুমি আমার সনে,
সেই ছায়াতে মিশে যাবো
আমি ক্ষণে ক্ষণে।
তোমার মাঝে সব হারিয়ে
থাকবো আমি সুখে।।
আমার হয়ে থাকো যদি
তুমি আমার সাথে,
সুখের রাজ্য পেয়ে যাবো
তাতেই আমার হাতে।
দুঃখগুলো উড়ে যাবে
সুখ ফুটবে এই মুখে।।
বৃক্ষ হয়ে থাকো যদি
আমার ফুল বাগানে,
পাখি হয়ে গাগ শোনাবো
মন ভরাবো গানে।
তোমায় নিয়ে স্বপ্নে বিভোর
আমার এ মন উৎসুক।।
Comments
Post a Comment