দ্বিতীয় বার

 দ্বিতীয় বার

খাদিজা বেগম


আমি তোমায় প্রথম যেদিন 

দুই নয়নে দেখেছি,

বক্ষ মাঝে কক্ষ গড়ে 

খুব যতনে রেখেছি।।


তোমার কথার নেশায় আমায়

পথ ভুলিয়ে দিয়েছ,

বাবরি কাটা কোঁকরা চুলে 

আমার এই মন নিয়েছ।

শ্যামলা বরণ তোমার ঐ মুখ 

এই হৃদয়ে এঁকে ছি।।


তুমি যখন হেঁটে চলো

চুলগুলো রয় দুলিতে,

আমার কি আর সাধ্য আছে 

তোমার ও রূপ ভুলিতে।

তাইতো আমি তোমার ভেবে 

গান, কবিতা লিখেছি।।


দ্বিতীয় বার হয়নি দেখা

 তোমার সাথে কখনো,

আমার এই মন মনে মনে

তোমায় খুঁজে এখনো।

কষ্ট নিয়ে বেঁচে থাকা 

তোমার কাছেই শিখেছি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান